Logo
Logo
×

খেলা

যমুনা ফিউচার পার্কে কারাতের আসর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যমুনা ফিউচার পার্কে কারাতের আসর

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে এবার বসেছে কারাতের আসর। নয় দেশের প্রায় ১৫শ কারাতেকার অংশগ্রহণে মহল কনভেনশনে শুরু হয়েছে প্রথম ওপেন জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় সেমিনার ও ড্যান গ্রেডিং পরীক্ষা। চার দিনের প্রোগ্রামের প্রথমদিন বৃহস্পতিবার বিভিন্ন দেশের কারাতেকাদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে সেমিনার ও প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য ও আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘আমার জীবনে আজ একটি সুন্দর দিন। কারণ জাতীয় ও আন্তর্জাতিক কারাতেকাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারছি। কারাতে একটি আত্মরক্ষামূলক খেলা। আমার দুই মেয়েকে আত্মরক্ষার এই কৌশল শিক্ষা দিয়েছি। কারাতে মানুষের আত্মনির্ভরশীলতা বাড়ায়। মানুষের ইচ্ছা স্পৃহা বাড়ায়।’ তিনি যোগ করেন, ‘বিএনপি সরকার গঠন করলে জেলা ও বিভাগীয় পর্যায়ে কারাতেসহ বিভিন্ন খেলাকে গুরুত্ব দিয়ে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে দেবে।’ বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, ‘কারাতে প্রত্যেক মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এটা এমন একটি শিক্ষা, যা মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে।’ সোতোকান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান বলেন, ‘নয় দেশের কারাতেকাদের এমন আয়োজন ছিল আমার স্বপ্ন। সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।’ আজ গ্রেডিং পরীক্ষা, শনিবার জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং রোববার আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম