Logo
Logo
×

খেলা

১০ জনের রহমতগঞ্জ রুখে দিল আবাহনীকে

আরামবাগ ১ : ১ ফকিরেরপুল * আবাহনী ০ : ০ রহমতগঞ্জ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১০ জনের রহমতগঞ্জ রুখে দিল আবাহনীকে

ম্যাচের ৩৯ মিনিটে আরাফাত হোসেনের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া রহমতগঞ্জ বাকি ৫১ মিনিটে জোর লড়াই করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে গতবারের লিগ রানার্সআপ আবাহনীর কাছ থেকে। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় একজন কম নিয়ে খেলে গতবারের চতুর্থ দল রহমতগঞ্জ রুখে দিয়েছে আবাহনীকে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচ ড্র হয় ১-১ গোলে। আরামবাগের নাইজেরীয় ফরোয়ার্ড ইয়াইয়া জন ও ফকিরেরপুলের মিসরীয় মিডফিল্ডার মোস্তফা কাহরাবা গোল করেন।

শুক্রবার শুরু বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) উদ্বোধনী দিনের দুটি ম্যাচই শেষ হয় ড্রয়ের মধ্য দিয়ে। ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসরের প্রথমদিন আবাহনী হতাশ করেছে সমর্থকদের। ২০১৮ থেকে মোহামেডানে খেলে আসা মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে এ মৌসুমে যোগ দিয়েছেন আবাহনীতে। কিন্তু গত লিগের সেরা খেলোয়াড় দিয়াবাতে এবং শেখ মোরসালিন, আল আমিনদের নিয়ে গড়া আবাহনীর শক্তিশালী আক্রমণভাগ অচলায়তন ভাঙতে পারেনি শেষতক। ম্যাচের ৩৯ মিনিটে রহমতগঞ্জের মিডফিল্ডার আরাফাত হোসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ১০ জনের রহমতগঞ্জ গোলকিপার মামুন আলিফের দৃঢ়তা, নেপাল জাতীয় দলের সেন্টার-ব্যাক অভিষেক লিম্বুর কঠিন রক্ষণ আর অধিনায়ক সলোমন কিংয়ের লড়াকু মানসিকতায় আবাহনী পারেনি লক্ষ্যভেদ করতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম