Logo
Logo
×

খেলা

মোহামেডানের শুরু হারে, অঘটনঘটন পটিয়সী ফর্টিস

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোহামেডানের শুরু হারে, অঘটনঘটন পটিয়সী ফর্টিস

দীর্ঘ ২৩ বছর পর গত মৌসুমে প্রথম প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জিতেছিল মোহামেডান। ৮৯ বছরের পুরোনো সাদা-কালোদের সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল তারা হার দিয়ে। গত পরশু বাংলাদেশ ফুটবল লিগের প্রথমদিন হোঁচট খায় ঢাকা আবাহনী। ১০ জনের রহমতগঞ্জ রুখে দেয় তাদের। শনিবার আরও বড় অঘটন। এবার হেরেই বসল মোহামেডান। কিংস অ্যারেনায় ফর্টিস এফসি তাদের ২-০ গোলে হারিয়েছে। একইদিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৩০ বছর পর দেশের শীর্ষ ফুটবল লিগে ফেরা পিডব্লুডি স্পোর্টস ক্লাব জিততে দেয়নি কিংসকে। ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।

এদিকে এ মৌসুমে চারজন নেপালি ফুটবলার এনেও গতবার পঞ্চম হওয়া ব্রাদার্স ইউনিয়নও মোহামেডানের মতো লিগ শুরু করেছে হার দিয়ে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে পুলিশ এফসি ১-০ গোলে জয়ী হয় ব্রাদার্সের বিপক্ষে। পুলিশের ব্রাজিলীয় ফরোয়ার্ড পাউলো সান্তোস ৪২ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন। মোহামেডানের বিপক্ষে ম্যাচের ৬১ ও ৭৯ মিনিটে ফর্টিসের হয়ে দুটি গোলই করেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম