Logo
Logo
×

খেলা

মোহামেডানের চার ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোহামেডানের চার ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে

হংকং ম্যাচ সামনে রেখে সোমবার শুরু হয়েছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। মোহামেডান সেদিন তাদের ফুটবলারদের ছাড়েনি। ছাড়ল গতকাল।

ক্যাম্পে ডাক পাওয়া মোহামেডানের ছয় ফুটবলারের মধ্যে চারজন-সুজন হোসেন, রহমত মিয়া, শাকিল আহাদ ও জাহিদ হোসেন হোটেলে ওঠেন মঙ্গলবার। ইনজুরি থাকায় মেহেদী হাসান ও জ্বরের দরুন সুমন রেজা একদিন পর ক্যাম্পে যোগ দেবেন বলে জানান মোহামেডানের ফুটবল ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব। তার কথায়, ‘আমরা ফুটবলারদের ক্যাম্পে যোগ দিতে বলেছি। দুজন পরদিন ক্যাম্পে যোগ দেবে।’ এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই ম্যাচের জন্য প্রথমে প্রাথমিক দলে ২৮ জনকে ডেকেছিলেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। মোহামেডানের পাঁচজন ফুটবলার ছিলেন। পরে কোচ যুক্ত করেন মোহামেডানের জাহিদ হোসেনকে। ৯ অক্টোবর হোম ম্যাচ খেলার পর ১৪ অক্টোবর হংকংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচ। গত মার্চে তাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। বাছাইপর্বের শেষ ম্যাচ আগামী বছর ৩১ মার্চ, সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে। ‘সি’ গ্রুপ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিঙ্গাপুর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম