Logo
Logo
×

খেলা

দুবাই গেলেন অর্পিতারা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলতে রোববার দুবাই গেছেন অর্পিতা বিশ্বাসরা। তবে ভিসা না পাওয়ায় কোচিং স্টাফের তিনজন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দলের সঙ্গে যেতে পারেননি। সহকারী কোচ জয়া চাকমা, গোলকিপিং কোচ ইমন ও ম্যানেজার মিরোনার ভিসা হয়নি। রোববার আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা নেই। পরে ভিসা পেলে কোচিং স্টাফের তিনজন রওয়ানা হবেন। ১৩-১৭ অক্টোবর জর্ডানে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই। সেই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসাবে দুবাইয়ে যাত্রাপথে ৭ ও ৯ অক্টোবর যথাক্রমে সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন অর্পিতারা। বয়সভিত্তিক নারী দলকে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে সাম্প্রতিক সময়ের মধ্যে এবারই প্রথম বিদেশে প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে। দুই ম্যাচ খেলে ১০ অক্টোবর জর্ডানে যাবে বাংলাদেশ দল। ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর মূলপর্বে খেলবে। ২০১৭ ও ২০১৯ সালে বাংলাদেশ এএফসি অ-১৬ টুর্নামেন্টের চূড়ান্ত আসরে খেলেছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম