|
ফলো করুন |
|
|---|---|
সাত বছর পর বিদেশে যাচ্ছেন স্কেটাররা। চীনের জিনজিয়াং রাজ্যের কারামেতে ১০-১৩ অক্টোবর অনুষ্ঠেয় বেল্ট অ্যান্ড রোড নামের চায়না-আসিয়ান স্পিড রোলার স্কেটিং সিটি আমন্ত্রণমূলক টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হলেও ভালো ফলের আশা করছি। দুই মাস অনুশীলন করেছে ছেলেমেয়েরা। এ আসরে ১৭ দেশের তিন শতাধিক স্কেটার অংশ নিচ্ছে।’ কোচ আশরাফুল আলমের প্রত্যাশা, ‘আমরা গত দুই মাসে অনেক অনুশীলন করেছি। ছেলেমেয়েরা দারুণ সব কৌশল শিখেছে। আশা করি, তারা ভালো ফল করবে’ -সংগৃহীত
