Logo
Logo
×

খেলা

লাহোর টেস্ট

নোমান-আফ্রিদির যুগল তাণ্ডবে জয় পাকিস্তানের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পয়েন্ট টেবিলের তলানিতে থেকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্র শেষ করেছিল পাকিস্তান। আর ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার ক্লাসের ‘লাস্ট বয়ের’ কাছে হেরে শুরু হলো ‘ফার্স্ট বয়ের’ নতুন পথচলা। বুধবার লাহোর টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুদলেরই প্রথম ম্যাচ ছিল এটি। লাহোরের টার্নিং উইকেটে ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থদিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৮৩ রানে। নোমান আলীর স্পিন ও শাহিন আফ্রিদির পেসের কোনো জবাব ছিল না প্রোটিয়াদের কাছে। দুজনই নেন চারটি করে উইকেট। দুই ইনিংস মিলিয়ে টেস্টে তৃতীয়বার ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা ৩৯ বছর বয়সি বাঁ-হাতি স্পিনার নোমান। সোমবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থদিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ৫৫ রানে চার উইকেট হারানোর পর একটু ঘরে দাঁড়িয়েছিল। পঞ্চম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিকেলটন। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৪ বলে ৫৪ রান করা ব্রেভিসকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে এই জুটি ভাঙেন নোমান। এরপর রিকেলটনকে ৪৫ রানে থামান আরেক স্পিনার সাজিদ খান। আর গতির ঝড়ে দ্রুত শেষ তিন উইকেট নিয়ে ম্যাচের সমাপ্তি টানেন শাহিন আফ্রিদি। শেষটা এক পেসারের হাত ধরে হলেও ম্যাচে ৪০ উইকেটের ৩৪টিই নিয়েছেন স্পিনাররা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম