Logo
Logo
×

খেলা

গাজীপুরে মোহামেডান কুমিল্লায় আবাহনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরে মোহামেডান কুমিল্লায় আবাহনী

২২ দিন পর বাংলাদেশ ফুটবল লিগ আবার শুরু হচ্ছে আজ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প থাকায় লিগের খেলা বন্ধ থাকে। দ্বিতীয় রাউন্ডে আজ ভিন্ন দুই ম্যাচে মাঠে নামছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান লড়বে পুলিশের সঙ্গে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংমেন্স ও রহমতগঞ্জ। তিনটি ম্যাচই শুরু হবে বেলা পৌনে ৩টায়।

প্রথম রাউন্ডে জয় পেয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফর্টিস এফসি ও পুলিশ। এক পয়েন্ট করে নিয়ে ছয়টি দল পর্যায়ক্রমে ৩-৮ নম্বরে থাকলেও কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। ফলে প্রথম রাউন্ড শেষে তাদের অবস্থান ১০ দলের মধ্যে তলানিতে। ফর্টিসের কাছে হেরে লিগ শুরু করেছে তারা।

আজ ও সোমবার দ্বিতীয় রাউন্ড শেষে ফের লম্বা বিরতিতে যাবে লিগ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ।

তাই জাতীয় দলের ক্যাম্পের জন্য এই বিরতি। তৃতীয় রাউন্ড শুরু হবে ২৪ নভেম্বর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম