Logo
Logo
×

খেলা

প্রোটিয়াদের ক্যাচ মিস, সেঞ্চুরি মিস শান মাসুদের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা একের পর এক ক্যাচ ছেড়েছেন। আর পাকিস্তান অধিনায়ক শান মাসুদ মিস করেছেন সেঞ্চুরি। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথমদিনের খেলার এই হচ্ছে নির্যাস। সোমবার টসজয়ী পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে পাঁচ উইকেটে ২৫৯ রান তুলে প্রথমদিন শেষ করেছে। ঘটনাবহুল দিনের শুরুটা হয় ৩৮ বছর ২৯৯ দিন বয়সে পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদির টেস্ট অভিষেক দিয়ে। পাকিস্তানের হয়ে তার চেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের নজির আছে শুধু একজনের। সেই ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোরে ৪৭ বছর ২৮৪ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল স্পিনার মিরান বখশের।

পেসার শাহিন আফ্রিদির হাত থেকে টেস্ট কতাপ পাওয়া আসিফকে অবশ্য প্রথমদিনে ব্যাটিংয়ে নামতে হয়নি। তবে সহজ-কঠিন মিলিয়ে প্রোটিয়া ফিল্ডাররা গোটাসাতেক ক্যাচ না ছাড়লে চিত্রটা ভিন্ন হতে পারত। ১৪৬ বলে ৫৭ রান করা ওপেনার আবদুল্লাহ শফিক একাই ‘জীবন’ পেয়েছেন চারবার। এছাড়া একবার বল স্টাম্পে লাগলেও বেল না পড়ায় বেঁচে যান তিনি। দ্বিতীয় উইকেটে শফিকের ১১১ রানের জুটি গড়া শান মাসুদ ‘জীবন’ পান ৭১ রানে। তিনিও পারেননি সুযোগ কাজে লাগিয়ে তিন অঙ্ক ছুঁতে। মাসুদকে ৮৭ রানে থামান একাদশে ফেরা প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। লাহোরে ৯৩ রানে জেতা সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান অধিনায়ক আউট হয়েছিলেন ৭৬ রানে। এবার ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করলেন মাসুদ।

টেস্টে টানা ২৯ ইনিংসে সেঞ্চুরি না পাওয়া বাবর আজম ১৬ রান করে মহারাজের স্পিনেই আত্মসমর্পণ করেন। আরেক স্পিনার সাইমন হার্মারের শিকার শফিক ও ইমাম। পিন্ডির উইকেট প্রথমদিনেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। ফিল্ডারদের ব্যর্থতায় সেটা পুরো কাজে লাগাতে পারেননি দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে সাউদ শাকিল ৪২ ও সালমান আগা ১০ রানে অপরাজিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম