Logo
Logo
×

খেলা

ন্যুক্যাম্পে ইয়ামালদের রঙিন প্রত্যাবর্তন

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ন্যুক্যাম্পে ইয়ামালদের রঙিন প্রত্যাবর্তন

প্রতীক্ষার দীর্ঘ প্রহর পেরিয়ে অবশেষে ঘরে ফিরল বার্সেলোনা। শনিবার রাতে ৯০৯ দিন পর ন্যুক্যাম্পে প্রত্যাবর্তনের উপলক্ষ্য দারুণ পারফরম্যান্সে রাঙিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে উড়িয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে বার্সা।

সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ। আতশবাজির ঝলকানিতে শুরু ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। বাকি দুই গোল রবার্ট লেওয়ানডোস্কি ও ফেরমিন লোপেজের।

চার গোলের দুটি বানিয়ে দেন চোট কাটিয়ে ফেরা লামিনে ইয়ামাল। সব গ্যালারির সংস্কার কাজ এখনো শেষ না হওয়ায় ন্যুক্যাম্পে কাতালানদের ফেরার ম্যাচ দেখার সুযোগ পান ৪৫ হাজার দর্শক। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হলে একসঙ্গে খেলা দেখতে পারবেন এক লাখ পাঁচ হাজার দর্শক।

ইংলিশ প্রিমিয়ার লিগে এদিন হেরেছে দুই পরাশক্তি। নিউক্যাসলের কাছে ২-১ গোলে হেরে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে ম্যানসিটি। অ্যানফিল্ডে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহাম ফরেস্ট। বুন্দেসলিগায় দুই গোলে পিছিয়ে পড়েও ফ্রেইবুর্গকে ৬-২ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

দুই গোল করে ও তিনটি করিয়ে বায়ার্নের জয়ের নায়ক মাইকেল ওলিসে। এছাড়া আতালান্তাকে ৩-১ গোলে হারিয়ে সেরি-আঁ লিগের শীর্ষে ফিরেছে নাপোলি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম