Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের সবচেয়ে কম দামি টিকিট পাঁচ লাখ টাকা!

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন। ১৯ জুলাই নিউইয়র্কে ফাইনাল। ২০১৮ সালে ৪৮ দলের এই ঐতিহাসিক আসর আয়োজনের বিড করার সময় স্থানীয় আয়োজক কমিটির প্রতিশ্রুতি ছিল, ২১ ডলারে দেখা যাবে বিশ্বকাপ। পরে ফিফা জানায়, ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে সস্তা টিকিট মিলবে ৬০ ডলারে। কিন্তু গত পরশু বিশ্বকাপ টিকিটের হালনাগাদ করা দাম প্রকাশের পর প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার কোনো মিল না থাকায় ফিফার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন ফুটবলপ্রেমীরা। টিকিটের অভাবনীয় উচ্চমূল্যে চরম ক্ষুব্ধ ইউরোপের ফুটবল সমর্থকগোষ্ঠী (এফএসই) টিকিট বিক্রি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছে।

২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপের টিকিটের গড় দাম পাঁচ থেকে সাতগুণ বেশি। গ্রুপপর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলারের মধ্যে। বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ৪১৮৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকারও বেশি)। যেখানে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৬০২ ডলার। এফএসই জানিয়েছে, কোনো সমর্থক যদি নিজ দলের প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত সব ম্যাচের সবচেয়ে সস্তা টিকিট কেনেন, তার খরচ হবে অন্তত সাত হাজার ডলার। ফিফার প্রতিশ্রুতি অনুযায়ী হওয়ার কথা ছিল ২২৪২ ডলার। এফএসই’র দাবি, বিশ্বকাপের ঐতিহ্য, সার্বজনীনতা ও সাংস্কৃতিক গুরুত্বের প্রতি সম্মান জানিয়ে সমাধানে না আসা পর্যন্ত টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম