|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেটে টি ২০ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন স্কট এডওয়ার্ডস। চার-ছক্কার বৃষ্টিতে ডাবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক। ভিক্টোরিয়ায় টি ২০ ডিভিশন ওয়ানের চতুর্থ রাউন্ডের ম্যাচে ৮১ বলে অপরাজিত ২২৯ রানের টর্নেডো ইনিংস খেলেন এডওয়ার্ডস। গত পরশু অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে ২৩ ছক্কা ও ১৪ চারে ২৮২.৭১ স্ট্রাইক রেটে গড়েন তার বিধ্বংসী ইনিংস। পঞ্চাশ পূর্ণ করেন তিনি ২৩ বলে। ল্যাচলান ব্যাংসের সঙ্গে তিনি ১৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন।
এই গ্রেড ক্রিকেটের টি ২০-র স্বীকৃতি নেই। তাই ইনিংসটি এডওয়ার্ডসের প্রথম টি ২০ শতক হিসাবেও গণ্য হচ্ছে না। স্বীকৃত টি ২০ হলে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ ছাড়িয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হয়ে যেত এডওয়ার্ডসের। ২০১৩ সাল থেকে টিকে আছে গেইলের রেকর্ড।
অ্যাল্টোনা ২০ ওভারে দুই উইকেটে করে ৩০৪। জবাবে ১১৮ রানে অলআউট হয়ে ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারে ল্যান্ডিং এসসি।
