আবারও হারল মোহামেডান
লাল কার্ড দেখে মেজাজ হারান মোহামেডানের উজবেক খেলোয়াড় মোজাফফরভ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের। লিগে ছয় ম্যাচের মধ্যে দুটি জিতলেও হেরেছে তিনটিতে। আগের ম্যাচে পিডব্লুডিকে হারালেও আবারও হারল সাদা-কালোরা। শুক্রবার কিংস অ্যারেনায় স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে ঐতিহ্যবাহী দলটি। ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে মেজাজ হারান মোহামেডানের উজবেক খেলোয়াড় মোজাফফরভ। তেড়ে যান রেফারির দিকে।
ম্যাচের ১৫ মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় কিংস। বাঁ প্রান্ত দিয়ে শাকিল আহাদকে পেছনে ফেলে বক্সে ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা রাকিব সেই ক্রসে প্রথম স্পর্শেই জালে জড়ান বল (১-০)। গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে মোহামেডান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণ বাড়ায় স্বাগতিকরাও। ম্যাচের অন্তিম সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিংসের ব্রাজিলীয় ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ (২-০)। এরপর বাধে গোলমাল। সোহেল রানা সিনিয়রের মুখে মোহামেডানের মোজাফফরভ হাত দিয়ে আঘাত করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে আরও মেজাজ হারিয়ে ফেলেন মোজাফফরভ। রেফারির দিকে তেড়ে যান তিনি। সতীর্থরা কোনোমতে তাকে মাঠের বাইরে পাঠান। রেফারি মো. আলমগীর আগে সোহেল রানাকে হলুদ কার্ড দেখান। হার নিয়ে মাঠ ছাড়েন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা। এই জয়ে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল কিংস। সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সমান ম্যাচ খেলা মোহামেডান।
এদিকে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। জয়ী দলের রাহাত মিয়া দুই গোল করেন। প্রথম জয়ের পরও চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে ছয় ম্যাচ খেলা আরামবাগ। সাত পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থান পাঁচে।
অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিস ১-০ গোলে হারায় রহমতগঞ্জকে। ওনিকাচি ওকাফোর একমাত্র গোলটি করেন। এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ফর্টিস। হারলেও ১০ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে সমান ম্যাচ খেলা পুরান ঢাকার ক্লাবটি।
