Logo
Logo
×

খেলা

জন্মদিনে রোনাল্ডোকে ছুঁলেন এমবাপ্পে

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২৭তম জন্মদিনে নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন যৌথভাবে রোনাল্ডো ও এমাবাপ্পের। শনিবার রাতে বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ১০ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৮ মিনিটে জুড বেলিংহাম দলকে এগিয়ে দেওয়ার পর ৮৬ মিনিটে পেনালটি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ‘বার্থডে বয়’ এমবাপ্পে। ২০২৫ সালে রিয়ালের হয়ে ফরাসি ফরোয়ার্ডের ৫৯তম গোল এটি। ২০১৩ সালে রিয়ালের জার্সিতে ৫৯ গোল করেছিলেন রোনাল্ডোও। রেকর্ডছোঁয়া গোলটি পর্তুগিজ মহাতারকার মতো করেই উদযাপন করেন এমবাপ্পে।

২০২৫ সালে রিয়ালের আর কোনো ম্যাচ না থাকায় গোল সংখ্যা বাড়ানোর সুযোগ নেই এমবাপ্পের। তবে নিজের আদর্শ ও প্রেরণা রোনাল্ডোকে ছুঁয়েই আপ্লুত ফরাসি তারকা, ‘এই রেকর্ডটা অবিশ্বাস্য। এখানে প্রথম বছরেই আমি ক্রিশ্চিয়ানোর মতো কিছু করতে পেরেছি, যিনি আমার আদর্শ। একই সঙ্গে তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্ব ফুটবলের উদাহরণ। এটা আমার জন্য এক বিশেষ সম্মান। দিনটাও আমার জন্য বিশেষ, কারণ আজ (শনিবার) আমার জন্মদিন।’ ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করল রিয়াল।

৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা কাল রাফিনিয়া ও লামিনে ইয়ামালের গোলে ২-০ ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে।

এদিকে এভারটনকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে আর্সেনাল। আরেক ম্যাচে নয়জনের টটেনহামকে ২-১ গোলে হারিয়ে পাঁচে উঠে এসেছে লিভারপুল। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে ও ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম