Logo
Logo
×

খেলা

কনওয়ে-ল্যাথামের অনন্য কীর্তি

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথম ইনিংসে ডেভন কনওয়ে ২২৭ ও টম ল্যাথাম করেছিলেন ১৩৭ রান। দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্ক ছুঁয়ে অনন্য এক কীর্তি গড়লেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসেই প্রথমবার দুই ওপেনার এক ম্যাচে করলেন জোড়া সেঞ্চুরি। রোববার মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থদিনে ল্যাথাম (১০১) ও কনওয়ের (১০০) রেকর্ডরাঙা শতকে ৫৪ ওভারে দুই উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। শেষ বিকালে ৪৬২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ৪৩ রানে চতুর্থদিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের শেষ দিনে জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন আরও ৪১৯ রান।

এর আগে ছয় উইকেটে ৩৮১ রান নিয়ে চতুর্থদিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪২০ রানে। কাভেম হজ অপরাজিত থাকেন ১২৩ রানে। ১৫৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড রেকর্ডের মালা গাঁথে দুই ওপেনারের সৌজন্যে। দুই ইনিংস মিলিয়ে ৫১৫ রান যোগ করেছেন কনওয়ে ও ল্যাথাম। এই প্রথম কোনো উদ্বোধনী জুটি এক টেস্টে স্পর্শ করল ৫০০ রান। দুই ওপেনারের বিদায়ের পর ইনিংস ঘোষণার আগে মাত্র ছয় ওভারে ৭২ রানের জুটি গড়েন কেইন উইলিয়ামসন (৪০*) ও রাচিন রবীন্দ্র (৪৬*)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম