ক্রিকেটের সংকট সমাধানে বিওএ’র উদ্যোগ
মোজাম্মেল হক চঞ্চল
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে চলমান সংকট নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সব পক্ষকে নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে বিওএ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী এক পরিচালক এ তথ্য জানিয়েছেন। ঢাকার ক্লাব ক্রিকেটে চলছে বড় ধরনের সংকট। প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টি দলের মধ্যে খেলছে ১২টি ক্লাব। বাকি আটটি দল লিগ বয়কট করেছে। প্রিমিয়ার, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের আরও ৩৫টি ক্লাব লিগ বয়কটের ঘোষণা দিয়েছে। বিসিবির নির্বাচন কলুষিত হয়েছে দাবি করে ক্লাবগুলো লিগ বর্জনের ঘোষণা দিয়েছে। এই সংকটে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররা। তাদের রুটি-রুজির কথা চিন্তা করেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বিওএ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) আওতায় এসেছে ক্রিকেটও। সেই সুবাদে বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা এখন বিওএ।
বিসিবির নির্বাচন নিয়ে একপক্ষের ছিল চরম অসন্তোষ। নিয়ন্ত্রিত নির্বাচন প্রক্রিয়া মেনে নিতে না পেরে ক্রিকেট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে ক্লাবগুলো। ফলে খেলতে না পারায় ক্রিকেটারদের ক্যারিয়ার হুমকির মুখে। আর্থিক সংকটে পড়া খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চিত। উদ্ভূত পরিস্থিতিতে বিওএ এগিয়ে এসেছে। বাংলাদেশ ক্রীড়াঙ্গনের এই অভিভাবক সংস্থাটি বিসিবি, ক্লাব ও খেলোয়াড়দের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে ক্লাব ও খেলোয়াড়দের মাঠে ফেরাতে চায়। এ প্রসঙ্গে বিওএ’র মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আমরা শিগগিরই সব পক্ষকে একত্রিত করে আলোচনায় বসব, যেখানে ভবিষ্যতে ক্রিকেটের পরিবেশ উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’ বিওএ’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আবাহনী লিমিটেডের পরিচালক বশির আহমেদ মামুন।
তার কথা, ‘বিওএ’র এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক পরিবেশ ও পরিবর্তন আনতে সহায়ক হবে বলে আমি মনে করি।’
এদিকে ঢাকার ক্রিকেটে এই সংকটের মধ্যে আশা এবং চ্যালেঞ্জ দুটি একসঙ্গে কাজ করছে। বিওএ এবং অন্যান্য ক্রীড়া সংস্থা যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এ সমস্যার সমাধান সম্ভব বলে ধারণা করছেন অনেকে। খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং দেশের ক্রিকেটের উন্নতি ঘটাতে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হওয়া খুব জরুরি। ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং উৎসাহ বাংলাদেশের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়েছে। এই সংকট শুধু ক্লাব ও বিসিবির মধ্যে নয়, বরং দেশের ক্রিকেটের সামগ্রিক পরিবেশ এবং খেলোয়াড়দের ভবিষ্যতের ওপরও বিশাল প্রভাব ফেলতে পারে। বিওএ’র এই উদ্যোগের দিকে তাকিয়ে রয়েছে লিগ বর্জন করা ক্লাবগুলোও।
