আরেকটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আরও একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ শুরু হয়েছে। সোমবার শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রথমদিনে বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হয়। যেখানে শীর্ষবাছাই শাটলাররা অংশ নেননি। শুধু অবাছাই শাটলাররা খেলেছেন। যারা জিতেছেন বা ওয়াকওভার পেয়েছেন, তারাই মূলপর্বে খেলবেন। আজ শুরু হবে মূলপর্বের খেলা। প্রথমদিন ভালো যায়নি স্বাগতিক দলের শাটলারদের। পুরুষ ও নারী একক-দুই বিভাগেই জয়শূন্য থাকেন বাংলাদেশের শাটলাররা। বাছাইপর্বে প্রতিপক্ষ অনুপস্থিত থাকায় স্বাগতিক দলের আইমান ইবনে জামান ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে ওঠেন। এদিন অবশ্য বাংলাদেশের শীর্ষবাছাই শাটলাররা কোর্টে নামেননি। আজ তাদের খেলা।
