মোহামেডান কিংস মহারণ আজ কুমিল্লায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভেন্যু নিয়ে জটিলতা এবং ফিকশ্চারে রদবদলের পর অবশেষে ফেডারেশন কাপে আজ মুখোমুখি হচ্ছে মোহামেডান ও কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আজ কিংস অ্যারেনায় ব্রাদার্স ও পিডব্লুডি এবং কুমিল্লায় রহমতগঞ্জ ও আবাহনী লিমিটেডের ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু কিংস ও মোহামেডান ম্যাচ আয়োজনের সুবিধার্থে টুর্নামেন্টের পরবর্তী সব ম্যাচ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আজকের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর এবং ওই দিনের ম্যাচগুলো বডিলি শিফট হবে। কিংস ও মোহামেডানের ম্যাচ ১৬ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু কুমিল্লায় বিজয় দিবসের অনুষ্ঠানের কারণে সেসময় ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি। পরবর্তীতে নিরাপত্তা শঙ্কা এবং ঢাকায় দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে মোহামেডানের অস্বীকৃতির কারণে জটিলতা বাড়ে। শেষ পর্যন্ত দর্শকহীন মাঠে খেলার চেয়ে ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাফুফে।
‘বি’ গ্রুপে সুবিধাজনক অবস্থানে রয়েছে মোহামেডান। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে। ফর্টিস এফসির সঙ্গে ড্র করে এক ম্যাচ শেষে কিংসের ঝুলিতে এক পয়েন্ট।
