Logo
Logo
×

খেলা

নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চোট নিয়ে খেলে সান্তেসকে অবনমন থেকে বাঁচিয়ে এবার শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হলো নেইমারকে। সোমবার রাতে বেলো হরিজন্তের একটি হাসপাতালে নেইমারের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, হাঁটুর মেনিসকাস চোট খুব গুরুতর না হওয়ায় অস্ত্রোপচারের ধকল সামলে এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন ৩৩ বছর বয়সি ব্রাজিলীয় ফরোয়ার্ড। দুই বছর জাতীয় দলের বাইরে থাকা নেইমারের চোখ এখন ২০২৬ বিশ্বকাপে।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে শতভাগ ফিট হতে হবে এবং নিয়মিত খেলার মধ্যে থাকতে হবে। নেইমার অবশ্য শুধু খেলা নয়, রীতিমতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন! অস্ত্রোপচারের জন্য রোববার হাসপাতালে ভর্তি হওয়ার আগে এক কনসার্টে গিয়ে ২০২৬ বিশ্বকাপ নিয়ে বাজি ধরে ভক্তদের উদ্দেশে নেইমার বলেছেন, ‘ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কিছুই আমরা করব। প্রয়োজনে অসম্ভবকেও সম্ভব করার চেষ্টা করব। বিশ্বকাপ জিততে না পারলে জুলাই মাসে আপনারা আমাকে ধরবেন।’ এরপর তার সংযোজন, ‘আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করেন। কথা দিচ্ছি ফাইনালে উঠতে পারলে গোল করব।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম