ফিরে দেখা ২০২৫: আন্তর্জাতিক ফুটবল
দেম্বেলে-ইয়ামালের বছর
ইশতিয়াক সজীব
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপ, ইউরো বা কোপা আমেরিকার মতো আন্তর্জাতিক ফুটবলের বড় কোনো আসর না থাকলেও ফুটবলের ২০২৫ সাল ছিল ঘটনাবহুল। ক্যারিয়ারের গোধূলিলগ্নেও আপন আলোয় উজ্জ্বল আধুনিক ফুটবলের দুই আইকন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে ফুটবলের বছর শেষের সালতামামিতে সবাইকে ছাপিয়ে উজ্জ্বলতম দুই মুখ উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামাল।
পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়
জ্লাটান ইব্রাহিমোভিচ, আনহেল দি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে, নেইমার ও লিওনেল মেসির মতো মহাতারকাদের নিয়ে বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে উসমান দেম্বেলের হাত ধরে ইউরোপের রাজা হওয়ার স্বপ্ন পূরণ হয়েছে পিএসজির। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তোলে ফরাসি ক্লাব। সব মিলিয়ে পাঁচটি বড় শিরোপা জিতে ২০২৫ সাল নিজেদের করে নিয়েছে পিএসজি। তারার হাট বসিয়ে কাজ না হওয়ায় কৌশল বদলে এবার তারুণ্যনির্ভর দল নিয়ে বাজিমাত করেন দলটির স্প্যানিশ কোচ লুইস এনরিকে।
ইয়ামালকে ছাপিয়ে বর্ষসেরা দেম্বেলে
বার্সেলোনায় ছয় বছরেও সম্ভাবনাকে সাফল্যে অনূদিত করতে না পারা ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে পিএসজিতে প্রথম মৌসুমেই হয়ে গেলেন ইতিহাস গড়ার নায়ক। গত মৌসুমে ৩৩ গোল করে পিএসজিকে ট্রেবল জেতানোর পর অনুমিতভাবেই বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন দেম্বেলে। বার্সেলোনার ১৮ বছর বয়সি স্প্যানিশ উইঙ্গার ইয়ামালকে পেছনে ফেলে তিনি জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফার ‘দ্য বেস্ট’ ট্রফি। তবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় না নিলে দুটি পুরস্কারই উঠতে পারত ইয়ামালের হাতে। তার জাদুকরী ফুটবলে রিয়াল মাদ্রিদকে নাকাল করে গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জিতেছে বার্সা।
গোলের রাজা এমবাপ্পে
রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে বড় কোনো শিরোপা জিততে না পারলেও সর্বোচ্চ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের হয়ে ২০২৫ সালে ফরাসি ফরোয়ার্ড করেছেন ৫৯ গোল, ক্লাব ফুটবলে যা সর্বোচ্চ। এমবাপ্পে ছাড়া এ বছর পঞ্চাশের বেশি গোল করেছেন ম্যানসিটির আর্লিং হলান্ড ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। (বাকি অংশ আগামীকাল)
