Logo
Logo
×

খেলা

২৭-এ মেসি-রোনাল্ডোর চেয়েও বেশি গোল এমবাপ্পের

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিলিয়ান এমবাপ্পে যে শৈশব থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত, এটা কে না জানে। সদ্য ২৭তম জন্মদিন পালন করা রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড এ পর্যন্ত ৫৪৪ ম্যাচে ৪১০ গোল করার পাশাপাশি ১৭৬ অ্যাসিস্ট করেছেন। ২৭ বছর বয়সে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলের সঙ্গে এমবাপ্পের গোলের তুলনা এখানে এসে যাচ্ছে।

মেসি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলার সময় নিজের ২৭তম জন্মদিন পালন করেন। সেসময় পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকা ক্যারিয়ারে ৫১৩ ম্যাচে ৩৯৪ গোল করেছিলেন। অ্যাসিস্ট ১৫৪টি। এদিকে ২৭ বছর বয়সে গোলের হিসাবে নিজের আদর্শ রোনাল্ডোর চেয়ে এমবাপ্পে যে এগিয়ে, পরিসংখ্যানেই তা স্পষ্ট। ২০১২ সালের ফেব্রুয়ারিতে ২৭ এ পা দেওয়া পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো সেসময় পর্যন্ত খেলেছিলেন ৫৩১ ম্যাচ। গোল করেছিলেন ২৭২। অ্যাসিস্ট ১০৬টি। রোনাল্ডো ৩০ পেরোনোর পর তার গোলের ক্ষুধা আরও বেড়ে যায়।

রোনাল্ডোর বয়স (৪১) পর্যন্ত এমবাপ্পে খেলবেন কি না কিংবা খেললেও তার মতো এত গোল করবেন কি না, সময়ই তা বলে দেবে। তবে ২৭ এর বিবেচনায় এমবাপ্পে যে তার আদর্শ খেলোয়াড়ের চেয়ে অনেক এগিয়ে, তা স্পষ্ট। এমনকি, মেসির চেয়েও ২৭ এ গোল বেশি এমবাপ্পের।

২৭ বছর বয়সে কার কয়টা গোল

এমবাপ্পে

ম্যাচ : ৫৪৪

গোল : ৪১০

অ্যাসিস্ট : ১৭৬

পেনালটি : ৫৯

মেসি

ম্যাচ : ৫১৩

গোল : ৩৯৪

অ্যাসিস্ট : ১৫৪

পেনালটি : ৫১

রোনাল্ডো

ম্যাচ : ৫৩১

গোল : ২৭২

অ্যাসিস্ট : ১০৬

পেনালটি : ৪৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম