মাউন্ট মঙ্গানুই টেস্ট
নিউজিল্যান্ডের জন্য বড়দিনের উপহার
হ্যাডলিকে ছাড়িয়ে গেলেন ডাফি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিনা উইকেটে ৮৭ থেকে ১৩৮ রানে অলআউট। দলটা যে ওয়েস্ট ইন্ডিজ, সেটা কি বলে দিতে হবে। মাউন্ট মঙ্গানুই টেস্টের শেষদিনে উইন্ডিজের ইনিংস ভেঙে পড়ে তাসের ঘরের মতো। সোমবার সকালের সেশনে আট উইকেটের পতন হয় মাত্র ২৫ রানে। জ্যাকব ডাফি (৫/৪২) স্যার রিচার্ড হ্যাডলিকে টপকে এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ওয়েস্ট ইন্ডিজ ৮৭/০ থেকে ১১২/৮ হয়ে ১৩৮ রানে অলআউট। ব্রেন্ডন কিংয়ের ৬৭ রান যেন তার সতীর্থদের উপহাস করছে। নিউজিল্যান্ড ৩২৩ রানে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে তিন ম্যাচে সিরিজ নিজেদের করে নিল ২-০তে। বড়দিনের আগে বড় জয়ে আপ্লুত ব্ল্যাক ক্যাপরা। কিউই ডান-হাতি পেসার জ্যাকব ডাফি বড়দিনের আগেই সান্তা ক্লজের কাছ থেকে বড় পুরস্কার পেলেন। নিউজিল্যান্ডের হয়ে যে কোনো ফরম্যাটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট এখন ডাফির। সিরিজের তিন টেস্টে তিনবার ইনিংসে পাঁচ উইকেট। নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার হ্যাডলি এক পঞ্জিকাবর্ষে ৭৯ উইকেট নিয়েছিলেন ১৯৮৫ সালে। ডাফি এ বছর নিলেন ৮১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৫৭৫/৮ ডিক্লেয়ার। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৪২০। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩০৬/২ ডিক্লেয়ার।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ১৩৮ (জন ক্যাম্পবেল ১৬, ব্রেন্ডন কিং ৬৭। জ্যাকব ডাফি ৫/৪২, এজাজ প্যাটেল ৩/২৩)।
ফল : নিউজিল্যান্ড ৩২৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : ডেভন কনওয়ে। ম্যান অব দ্য সিরিজ : জ্যাকব ডাফি।
