‘নোয়াখালীবাসী ক্রিকেট এত পছন্দ করে’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ পর্যায়ে। সামনে বড়দিন। বিদেশি ক্রিকেটাররা বিপিএল শুরুর পর আসতে চায়। শ্রীলংকা, পাকিস্তান, আফগানিস্তানের ক্রিকেটারদের নিয়ে এ সমস্যা হচ্ছে না। আজকের মধ্যে প্রায় সব দল সিলেট পৌঁছাবে। ২৬ ডিসেম্বর শুরু হবে বিপিএল।
রংপুর রাইডার্সের কোচ মিকি আর্থার মনে করছেন, তার দল শিরোপা পুনরুদ্ধার করবে। সোমবার দলের সঙ্গে যোগ দিয়ে আর্থার বলেন, ‘আমরা ভালো দল পেয়েছি। দলে গভীরতা অনেক। তাদের কয়েকজনের সঙ্গে গত বছর কাজ করেছি। অনেককে চিনি। কয়েকজন খেলোয়াড়কে আজ (গতকাল) দেখার সুযোগ হলো। ওদের দেখে ভালো লেগেছে। একাদশ বেছে নেওয়া কঠিন হবে। পারফরম্যান্সই মুখ্য। পারফরম্যান্সই বলে দেবে কে খেলবে, কে খেলবে না।’
নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’। দলের ডান-হাতি পেসার হাসান মাহমুদ বলেন, ‘আসলে নোয়াখালী এবং লক্ষ্মীপুরবাসীর ক্রিকেটের প্রতি এত ভালোবাসা, তারা ক্রিকেটটাকে এত পছন্দ করে। নোয়াখালী এখন বিপিএলে খেলবে। ওইভাবে আমরা অনেক সমর্থন পাব আশা করি। তারা আমাদের সব সময় সমর্থন করবে।’ তিনি বলেন, ‘বিপিএল নিজেকে প্রমাণ করার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম। যদি আমি ভালো শুরু করতে পারি এবং বিপিএলে নিজেকে ভালো পজিশনে নিতে পারি, অবশ্যই বিশ্বকাপ খেলার সুযোগ আসবে। এই বিপিএলে বোলিং নিয়ে আরও একটা চমক থাকবে।’
