উদ্বোধনী অনুষ্ঠান ১৫ মিনিটের
‘বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বিপিএল’
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী বছর টি ২০ বিশ্বকাপ। বিপিএল তাই বিশ্বকাপের জন্য প্রস্তুতির আদর্শ মঞ্চ। এমনটাই মনে করছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। সিলেটে শুক্রবার পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী অনুষ্ঠান হবে মাত্র ১৫ মিনিটের। দেশের বর্তমান অস্থির সময় বিবেচনায় বিসিবির এ সিদ্ধান্ত।
বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান জানান, বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে সংক্ষিপ্ত। অনুষ্ঠান শুরু হবে বেলা ২টা ১৫ মিনিটে। প্রথম ম্যাচ শুরু বেলা ৩টায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে মাঠে আঞ্চলিক গান পরিবেশনা করা হবে। প্রথম পর্বের অনুষ্ঠান হবে ১৫ মিনিটের, আর দুই ম্যাচের মাঝখানে সাংস্কৃতিক আয়োজন চলবে প্রায় ৪৫ মিনিট।
বিপিএল কখনো বিতর্কমুক্ত হয়নি। এবারও তেমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বিতর্ক হওয়ার মতো কিছু করার চেষ্টা আমরা করছি না। বিশ্বকাপের জন্য সবাই মোটিভেটেড। প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। দলের জন্য অবদান রাখবে। আশা করছি, ধীরে ধীরে আমরা পিক ফর্মে পৌঁছে বিশ্বকাপে খেলতে যাব। ভালো পারফরম্যান্স করব।’
নাজমুল বলেন, ‘টি ২০ সবখানেই ব্যাটিংবান্ধব উইকেটে হয়। উইকেটে ১৮০-২০০ রান করার সুযোগ থাকবে।’ দেশের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের জন্য নিরাপত্তা বাড়ানো হবে কি? এ নিয়ে ইফতেখার বলেন, ‘আমাদের নিরাপত্তা ব্যবস্থা অন্য দেশের চেয়ে ভালো। সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়।’
