দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা কাজে লাগাতে হবে : ড. হারুন অর রশিদ বিশ্বাস
মুলাদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা কাজে লাগাতে হবে। একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) ড. হারুন অর রশিদ বিশ্বাস। শুক্রবার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘ক্রীড়া শিক্ষার্থীদের মননশীল হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। একজন ক্রীড়াবিদ দেশ ও জাতির জন্য গৌরব বয়ে আনতে পারে। তৃণমূলেও অনেক মেধাবী ক্রীড়াবিদ রয়েছে তাদের খুঁজে বের করে আমাদের কাজে লাগাতে হবে। তবেই দেশ ও জাতির কাক্সিক্ষত সুনাম অর্জিত হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জহির উদ্দীন খসরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ তারিকুল হাসান মিঠু খান, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান, কাজিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ মন্টু বিশ্বাস, বাটামারা ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদার।
