Logo
Logo
×

খেলা

দুই সপ্তাহ মাঠের বাইরে ডেম্বেলে

Icon

মার্কা

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দুই সপ্তাহ মাঠের বাইরে ডেম্বেলে

ইনজুরি থেকে মুক্তি নেই বার্সেলোনার। চোটের তালিকায় নতুন করে যোগ দিয়েছেন উসমান ডেম্বেলে। লেগানেসের বিপক্ষে পাওয়া গোড়ালির চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, নতুন এই চোটে অন্তত চার ম্যাচ মিস করবেন ডেম্বেলে। সেটা হলে তিনি খেলতে পারবেন না সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের দুই লেগ এবং লা লিগায় জিরোনা ও ভ্যালেন্সিয়া ম্যাচ।

রোববার লেগানেসের বিপক্ষে বার্সেলোনা জিতেছে ৩-১ গোলে। ওই ম্যাচে একবার লক্ষ্যভেদ করা ডেম্বেলে ৬৯ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন অ্যাঙ্কেলের সমস্যায়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়েছেন তিনি, তাতে অন্তত দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। চোটের মিছিলে বার্সেলোনা ফরোয়ার্ড যোগ দিলেন রাফিনিয়া ও স্যামুয়েল উমতিতির সঙ্গে, দুজনই মাঠের বাইরে হাঁটুর চোটে।

বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বার্সেলোনায় যোগ দেয়ার পর থেকে চোটে ভুগছেন ডেম্বেলে। ন্যু ক্যাম্পের প্রথম মৌসুমে এই অ্যাঙ্কেলের সমস্যাতেই লম্বা সময় ছিটকে গিয়েছিলেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। যদিও ২০১৮-১৯ মৌসুমটা চোটহীন-ভাবেই পার করছিলেন তিনি। ২৭ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড আবারও ছিটকে গেলেন ইনজুরিতে।

উসমানে ডেম্বেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম