Logo
Logo
×

খেলা

আবাহনীর সঙ্গে ব্রাদার্স ইউনিয়ন মোহামেডানের গ্রুপে রূপগঞ্জ

Icon

স্পোটর্স রিপোর্টার

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি ২০ টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আবাহনীর দুই প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘সি’ গ্রুপে মোহামেডানের সঙ্গে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ২৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ফতুল্লা স্টেডিয়ামে শুরু হবে টি ২০ টুর্নামেন্ট।

বুধবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মেলন কক্ষে টি ২০ লিগের ড্র অনুষ্ঠিত হয়।

ড্রয়ে অংশ নেয়া ১২টি ক্লাবকে ‘এ’ ‘বি’ ‘সি’ ও ‘ডি’ এই চারটি গ্রুপে বিভক্ত করা হয়ছে। প্রতিটি গ্রুপে তিনটি করে ক্লাব। ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের সঙ্গে রয়েছে খেলাঘর সমাজকল্যাণ সংঘ ও উত্তরা স্পোর্টিং ক্লাব। ‘ডি’ গ্রুপে প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি। লিগের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১ মার্চ। ৩ মার্চ ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল মিরপুরে। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘টুর্নামেন্টটি যতটা উজ্জ্বল করা যায় আমরা সেই চেষ্টাই করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম