Logo
Logo
×

খেলা

রকিবুলের ব্যাটেই জয় মোহামেডানের

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আগেরদিন বিকেএসপিতে শাইনপুকুর ও রূপগঞ্জের ম্যাচে ৬৯১ রান হয়। মঙ্গলবার একই মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩০২ তাড়া করে জিতেছে প্রাইম দোলেশ্বর। আল-আমিনের সেঞ্চুরিতে (১১১) প্রাইম ব্যাংক আট উইকেটে ৩০১ রান করে। জবাবে সাইফ হাসান (৮৫), মার্শাল আইয়ুব (৭৬) ও সাদ নাসিমের (৬৪) হাফ সেঞ্চুরি এবং ফরহাদ রেজার ঝড়ো ইনিংসে ১০ বল বাকি থাকতে পাঁচ উইকেটে জয় পায় দোলেশ্বর। মিরপুরে আবারও রকিবুল হাসানের অধিনায়কোচিত ব্যাটিংয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে মোহামেডান। প্রথম ম্যাচে চাপের মুখে অপরাজিত ৮২ রান করে দলকে জিতিয়েছিলেন রকিবুল। কাল খেলাঘর সমাজকল্যাণের বিপক্ষে তার ৮৪* রানে চার বল বাকি থাকতে চার উইকেটে জেতে মোহামেডান। ফতুল্লায় বিকেএসপির কাছে হারতে হারতে চার উইকেটে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম দুই রাউন্ড শেষে দুটি করে জয় পেয়েছে আবাহনী, দোলেশ্বর, মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

মোহাম্মদ আশরাফুল দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য। কাল করেছেন ১০। টানা দুই ম্যাচ দারুণ ব্যাটিংয়ে মোহামেডানকে জেতালেন রকিবুল। দুই ম্যাচেই অপরাজিত। শেষ দুই ওভারে মোহামেডানের প্রয়োজন ছিল ১৩ রান। শেষ ওভারে নয় রান। শেষ ওভারে একটি করে চার ও ছক্কায় দলকে জেতান রকিবুল। ৮৮ বলে আট চার ও এক ছক্কায় করেন ৮৪*। প্রথমে ব্যাট করতে নামা খেলাঘর মোসাদ্দেক ইফতেখারের ৮৭ রানের পরও ২২৫ রানে অলআউট হয়। দুই পেসার অলাউদ্দিন বাবু ও কাজি অনিকের সঙ্গে দারুণ বোলিং করেছেন অফ-স্পিনার সোহাগ গাজী। নিজের ষষ্ঠ ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন অনিক।

প্রথম শ্রেণীর ক্রিকেটে আল-আমিনের চতুর্থ সেঞ্চুরি এবং সুদীপ চ্যাটার্জির হাফ সেঞ্চুরিতে তাদের সংগ্রহ তিনশ’ ছাড়িয়ে যায়। আল-আমিনের ৯৯ বলের ইনিংসে আট চার ও চার ছক্কা। প্রাইম ব্যাংক ৩০১ রানে থামে। দুটি করে উইকেট নেন আরাফাত সানি, ফরহাদ রেজা ও সৈকত আলী। জবাবে দোলেশ্বরের কেউ সেঞ্চুরি না পেলেও হাফ সেঞ্চুরি করেছেন তিন ব্যাটসম্যান। ওপেনার সাইফ হাসান প্রথম ম্যাচে ৮৩* রানের পর কাল করেন ৮৫। শেষদিকে ১৫ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংসে দোলেশ্বরের জয়ে শেষ আঁচড় দেন অধিনায়ক ফরহাদ রেজা। মনির হোসেন ও আরিফুল হক দুটি করে উইকেট নেন।

প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বিকেএসপির বিপক্ষে জয় পেয়েছে গাজী গ্রুপ। দারুণ লড়াই করেছে বিকেএসপি। প্রথমে ব্যাট করে মাহমুদুল হাসান (৮৫) ও আমিনুল ইসলামের (৬৩*) হাফ সেঞ্চুরিতে ২৪৯ রানের পুঁজি পায় বিকেএসপি। জবাবে ১৮৫ রানে ছয় উইকেট হারায় গাজী। মেহেদী হাসানের হাফ সেঞ্চুরির (৭০) পর তৌহিদ তারিকের অপরাজিত ৭৬ রানে চার বল বাকি থাকতে জয় পায় তারা। ২৪ বলে ৩২* করে জয়ে ভূমিকা রেখেছেন আবু হায়দারও। বিকেএসপির হাসান মুরাদ তিনটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক ও প্রাইম দোলেশ্বর

প্রাইম ব্যাংক ৩০১/৮, ৫০ ওভারে (এনামুল হক ২৮, সুদীপ চ্যাটার্জি ৫৭, আল-আমিন ১১১, জাকির হাসান ৩৬, আরিফুল হক ২৮। আরাফাত সানি ২/৩৪)।

প্রাইম দোলেশ্বর ৩০২/৫, ৪৮.২ ওভারে (সাইফ হাসান ৮৫, ফরহাদ হোসেন ২৪, মার্শাল আইয়ুব ৭৬, সাদ নাসিম ৬৪, ফরহাদ রেজা ৩৫*। মনির হোসেন ২/৪৩)।

ফল : প্রাইম দোলেশ্বর ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : সাদ নাসিম (দোলেশ্বর)।

খেলাঘর ও মোহামেডান

খেলাঘর ২২৫/১০, ৪৭.৩ ওভারে (রবিউল ইসলাম রবি ১৯, অমিত মজুমদার ৩৭, মোসাদ্দেক ইফতেখার ৮৭, আল মেনারিয়া ২৬। কাজি অনিক ২/১৯, আলাউদ্দিন বাবু ২/৪২, সোহাগ গাজী ৩/৪১)।

মোহামেডান ২২৮/৬, ৪৯.২ ওভারে (অভিষেক মিত্র ২৭, আবদুল মজিদ ৪০, রকিবুল হাসান ৮৪*, নাদিফ চৌধুরী ৩৯। রবিউল হক ২/৪১, তানভির ইসলাম ২/৪১)।

ফল : মোহামেডান ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : রকিবুল হাসান (মোহামেডান)।

বিকেএসপি ও গাজী গ্রুপ

বিকেএসপি ২৪৯/৭, ৫০ ওভারে (রাতুল খান ৩৪, মাহমুদুল হাসান জয় ৮৫, আমিনুল ইসলাম ৬৩*, শামীম হোসেন ৪৪। আবু হায়দার ২/৪৬, কামরুল ইসলাম রাব্বি ২/৫২)।

গাজী গ্রুপ ২৫২/৬, ৪৯.২ ওভারে (রনি তালুকদার ১৫, মেহেদী হাসান ৭০, শামসুর রহমান ৩২, তৌহিদ তারেক ৭৬*, শামসুল ইসলাম ১৫, আবু হায়দার ৩২*। মুকিদুল ইসলাম ২/৫৬, হাসান মুরাদ ৩/৩২)। ফল : গাজী গ্রুপ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : তৌহিদ তারেক (গাজী গ্রুপ)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম