Logo
Logo
×

খেলা

২০৩০ বিশ্বকাপ চার দেশে?

Icon

এএফপি

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২০৩০ বিশ্বকাপ চার দেশে?

আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে মিলিতভাবে ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য নিজেদের প্রার্থিতার আবেদন দাখিল করেছে আগেই। এবার তাদের সঙ্গে যোগ দিল লাতিন আমেরিকার আরেক দেশ চিলি। বিশ্বকাপের শতবার্ষিকী উদযাপনের আসরে দক্ষিণ আমেরিকার এ চারটি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আফ্রিকা ও ইউরোপের দেশ।

আফ্রিকা থেকে এককভাবে মরক্কো এবং ইউরোপ থেকে যৌথ আয়োজকের মর্যাদা পেতে লড়বে বুলগেরিয়া, গ্রিস, রুমানিয়া ও সার্বিয়া। তিন প্রতিবেশী দেশের সঙ্গে চিলির যোগ দেয়ার খবর বুধবার নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবোল। গত ফেব্রুয়ারিতে প্রার্থিতার লড়াইয়ে যোগ দেয়ার আভাস দেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা।

বুয়েন্স আয়ার্সে চার দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ শেষে কনমেবোল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দোমিঙ্গেস টুইটারে জানান, ‘২০৩০ বিশ্বকাপে যৌথ আয়োজক হওয়ার লড়াইয়ে ফিফার সঙ্গে কাজ করতে চার দেশের ঐকমত্যে পৌঁছানো নিশ্চিত করছি আমরা।’

১৬ বছর পর আবারও দক্ষিণ আমেরিকায় ফুটবল বিশ্বকাপ ফিরবে দৃঢ় বিশ্বাস দোমিঙ্গেসের, ‘আমি মনে করি যে, এই লড়াইয়ে আমরা জিতব। কনমেবোল ও এই চারটি দেশ যদি ঠিকভাবে নিজেদের কাজ করি, তাহলে আয়োজকের মর্যাদা পাওয়া সহজ হবে।’ ২০২২ বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে। পরের আসরের যৌথ আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

বিশ্বকাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম