|
ফলো করুন |
|
|---|---|
সাবেক ফুটবলারদের অংশগ্রহণে মেহেরপুরের গাংনীতে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাংনীর ঐতিহ্যবাহী ভাটপাড়া কুঠি ফুটবল মাঠে নারায়ণগঞ্জ জেলা রাইজিং সান ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা সোনালী অতীত ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবলে নারায়ণগঞ্জ একাদশ ৩-২ গোলে জয়ী হয়। মেহেরপুর-২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন খেলার উদ্বোধন এবং খেলা শেষে বিজয়ী দলের হাতে ক্রেস্ট তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, মেহেরপুর জেলা পরিষদের সদস্য তৌহিদ মুর্শেদ অতুল ও মজিরুল ইসলাম।
