ব্যাডমিন্টন ক্লাবগুলো একজোট
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২০ আগস্ট ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাডমিন্টন ফেডারেশনের অনিয়ম ও নির্বাচন বাদ দিয়ে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাবের বিরুদ্ধে এবার একজোট হল ক্লাবগুলো। বুধবার রাতে ধানমণ্ডিতে এক সভায় বসেন প্রথম ও দ্বিতীয় বিভাগের ১০টি ব্যাডমিন্টন ক্লাবের প্রতিনিধিরা। ক্লাবগুলো হল- ঢাকা গ্লাডিয়টর্স, নীট কনসার্ন, দেওয়ান টেক্সটাইল, গুলশান স্পোর্টিং ক্লাব, সূর্যতরুণ ক্লাব, আহ্বান ব্যাডমিন্টন ক্লাব, মাহা স্পোর্টিং ক্লাব, ইউরোপা বেভারেজ ক্লাব, শাটল মাস্টার্স ক্লাব ও কমলাপুর ব্যাডমিন্টন স্পোর্টিং ক্লাব।
আসন্ন নির্বাচনে বিভিন্ন ক্লাব কাউন্সিলদের ওই সভায় নীট কনসার্ন ক্লাবের জাহাঙ্গীর হোসেন মোল্লাকে সভাপতি এবং সাটল মাস্টার্স ক্লাবের নাজিব ইসমাইল রাসেলকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় ব্যাডমিন্টন ক্লাব অ্যাসোসিয়েশন। রাসেল বলেন, ‘আমরা ১২টি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ১০ ক্লাবের প্রতিনিধিরা এসেছিলেন। আমরা সবাই একজোট হয়েছি ব্যাডমিন্টনের বর্তমান অনিয়ম রোধ করতে এবং নির্বাচন না দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে ফেডারেশনের কর্মকর্তাদের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাবনার বিরুদ্ধে। আমরা চাই ব্যাডমিন্টন সুদিনে ফিরুক।’
