রেসলিংয়ের নির্বাচনে স্বর্ণজয়ী কুস্তিগীর শিরিন সুলতানা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগামী ১০ মার্চ বাংলাদেশ অ্যামেচার রেসলিং (কুস্তি) ফেডারেশনের নির্বাচন। গত ১১ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২৪ সদস্যের কমিটিতে চারজন সহ-সভাপতি, এক সাধারণ সম্পাদক, দুই যুগ্ম-সম্পাদক, এক কোষাধ্যক্ষ এবং ১৬ জন সাধারণ সদস্য নির্বাচিত হবেন। ২২ ও ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহের দিন শেষ হয়েছে। এবারও একটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জাতীয় দলের সাবেক স্বর্ণজয়ী কুস্তিগীর শিরিন সুলতানা ময়মনসিংহ বিভাগ থেকে কাউন্সিলর হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শিরিনের কথায়, ‘দীর্ঘদিন ধরে নির্বাচনে একটি প্যানেল থাকে। আমি এবার কাউন্সিলর হয়েছি। দুটি মনোনয়নপত্র কিনেছি। আমি চাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।’ রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এক প্যানেলের স্বার্থে শিরিনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন বর্তমান কমিটির সদস্যরা।
