Logo
Logo
×

খেলা

রিপোর্ট করলেন ২৭ ফুটবলার

বিমানে উঠতে হলে ১৬ মার্চ বাংলাদেশ বিমানের অনুমোদিত সংস্থা থেকে আরেক দফা করোনা পরীক্ষা করাতে হবে ফুটবলারদের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রিপোর্ট করলেন ২৭ ফুটবলার

নেপাল ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জন্য ক্যাম্পে ৩১ জনের মধ্যে শনিবার রিপোর্ট করেছেন ২৭ ফুটবলার। এর মধ্যে অধিনায়ক জামাল ভূঁইয়া রয়েছেন কলকাতায়।

এছাড়া গোলকিপার আশরাফুল ইসলাম রানা, মো. আবদুল্লাহ ও আনিসুর রহমান জিকো আজ ক্যাম্পে যোগ দেবেন। ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষার ফল হাতে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আসেন তারা। যদিও ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষার ফল নিয়ে সন্দিহান অনেকেই। কারণ গেল বছর বিশ্বকাপ বাছাইপর্বে ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফুটবলাররা।

পরবর্তী সময়ে বাফুফের তত্ত্বাবধানে পরীক্ষার পর অনেকের করোনা পজিটিভ ধরা পড়ে। এ বিষয়ে বাফুফের মেডিকেল কমিটির ডেপুটি চেয়ারম্যান আলী ইমরান বলেন, ‘লিগের প্রথম পর্ব শেষে অনেক ফুটবলার ছুটি কাটাচ্ছেন। কেউ নিজ জেলায় চলেও গেছেন।

এজন্য ফুটবলারদের সুবিধাজনক স্থান থেকে পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে।’ তিনি যোগ করেন, ‘তবে কেউ করোনা পরীক্ষা করাতে সমস্যায় পড়লে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানোর ব্যবস্থা রেখেছি। বৃহস্পতিবার ৬ জন করেছে। আজ (গতকাল) আরও ২-১ জন এখানে করতে চেয়েছে। আমরা তাদের করিয়ে দেব।’

জানা গেছে, ২৪ জনের মধ্যে কেউ পজিটিভ হলে স্ট্যান্ডবাই থেকে সেই জায়গা পূরণ করবেন জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে। বাংলাদেশ দল ১৮ মার্চ নেপাল সফরে যাবে, এটি প্রায় চূড়ান্ত। বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাবেন জেমির শিষ্যরা। বিমানে উঠতে হলে ১৬ মার্চ বাংলাদেশ বিমানের অনুমোদিত সংস্থা থেকে আরেক দফা করোনা পরীক্ষা করাতে হবে ফুটবলারদের।

বাফুফে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম