ফুটসালে মেয়েদের বড় হারে অভিষেক
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ০২ মে ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মালয়েশিয়ার কোচ আদ্দি আজওয়ান মহাখুশি। এএফসি মহিলা ফুটসালে তার মেয়েরা বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে। অন্যদিকে হতাশ বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। ফুটসালে নিজেদের অভিষেক ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৭ গোলের বড় ব্যবধানে হেরেছেন সাবিনা খাতুনরা। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেছে মালয়েশিয়া। প্রথমার্ধেই ৫-১ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ একটি গোল পায় মাসুরা পারভীনের পা থেকে। তারপরও বড় হার দিয়ে ফুটসালে অভিষেক হল বাংলাদেশের মেয়েদের। থাইল্যান্ডের ব্যাংককে এএফসি নারী ফুটসালে এটি ছিল বাংলাদেশের প্রথম ম্যাচ। প্রথমার্ধে বাজে খেললেও দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছেন সাবিনা-কৃষ্ণারা। একাধিকবার আক্রমণেও গেছেন তারা। এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে বি-গ্র“পে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। আজ ভিয়েতনামের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আর রোববার গ্র“পের শেষ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে নামবেন সাবিনারা। এএফসি মহিলা ফুটসালের ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে অংশ নিচ্ছে এশিয়ার ১৫ দেশ। চারটি গ্র“পে ভাগ হয়ে খেলছে দেশগুলো। গ্র“প চ্যাম্পিয়ন ও রানার্সআপরা যাবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশের মেয়েদের মধ্যে শুধু সাবিনা খাতুনের ছিল ফুটসালের অভিজ্ঞতা। ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক।
