নিজস্ব ভেন্যুতে অনুশীলনে টেবিল টেনিস
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত পাঁচ মাস জাতীয় ক্রীড়া পরিষদের শেখ জামাল অডিটোরিয়ামের লনে অনুশীলন করেছেন টেবিল টেনিস খেলোয়াড়রা। শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়েছে। পুরোনো ঠিকানায় ফিরলেন টিটি খেলোয়াড়রা। মঙ্গলবার থেকে নিজস্ব ভেন্যুতে অনুশীলন করছেন সোনম সুলতানা সোমারা।
দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘টেবিল টেনিসে বেশি জায়গা প্রয়োজন। আমরা ক্রীড়া পরিষদ টাওয়ারে এতদিন অল্প জায়গায় অনুশীলন করেছি। কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে এই কটা দিন স্বাচ্ছন্দ্যে অনুশীলন করা যাবে।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ভালো অনুশীলনের প্রয়োজন। তবে নিজস্ব ভেন্যুতে আগে থেকে অনুশীলন করতে পারলে প্রস্তুতি আরও ভালো হতো।’
ভেন্যু সংস্কার হলেও ইনডোরের আলো নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর বলেন, ‘টেবিলের উপর ১২০০ লাক্স ও আশপাশে ৬০০ লাক্স আলো প্রয়োজন। আমাদের সেই অনুযায়ী আলো নেই।’ বার্মিংহাম কমনওয়েল গেমসে অংশ নিতে ২৫ জুলাই উড়াল দেবে টিটি দল। গেমস শুরু হবে ২৮ জুলাই।
