|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপের পর পিএসজির হয়ে বুধবার রাতে মাঠে নেমেই লাল কার্ড পেলেন নেইমার। ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে যাওয়ায় টুর্নামেন্টের বাকিটা সময় দর্শক হয়ে থাকতে হয়েছিল তাকে। সেই ধাক্কা সামলে উঠতে ক্লাব ফুটবলে মনোযোগী হবেন, বলেছিলেন নেইমার। কিন্তু স্ত্রাসবুর্গের বিপক্ষে লাল কার্ড দেখায় এখন ক্লাব ফুটবলেও বসে থাকতে হবে তাকে। লিগ ওয়ানে খেলতে পারবেন না রোববারের ম্যাচ। নেইমারকে মাঠ ছাড়তে হয়েছে দুই হলুদ কার্ডে দেখে। দুই কার্ডের মধ্যে ব্যবধান দুই মিনিটেরও কম। প্রথম কার্ড দেখেন স্ত্রাসবুর্গের আদ্রিয়েন থমাসনের মুখে হাত দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পর ডাইভ দিয়ে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। নেইমারকে মাঠ ছাড়তে হয় ৬২ মিনিটে। পিএসজির হয়ে এটি নেইমারের পঞ্চম লাল কার্ড। ২০১৭-১৮ মৌসুমে নেইমার যোগ দেওয়ার পর ফরাসি লিগে আর কোনো খেলোয়াড় এত বেশি লাল কার্ড দেখেননি।
যোগ করা সময়ে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে পিএসজি ২-১ ব্যবধানে জয়ী হয় স্ত্রাসবুর্গের বিপক্ষে। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করার দশদিন পর মাঠে নামেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে তার হ্যাটট্রিক সত্ত্বেও ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা খোয়ায়।
