Logo
Logo
×

খেলা

আর্জেন্টিনাসহ চার দেশে ২০৩০ ফুটবল বিশ্বকাপ?

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, আগেই তা জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। ফিফা বিশ্বকাপ ১০০ বছরে পা দেবে ২০৩০ সালে। মঙ্গলবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে আনুষ্ঠানিকভাবে ২০৩০ বিশ্বকাপের জন্য একসঙ্গে বিড জমা দিয়েছে। মন্টেভিডিওতে একশ বছর পর আবারও বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যেখানে ফুটবল বিশ্বকাপের জš§ হয়েছিল।

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপের পর আর্জেন্টিনা ১৯৭৮ সালে এবং চিলি ১৯৬২ সালে বিশ্বকাপের আয়োজন করে। প্যারাগুয়ে কখনোই ফুটবল বিশ্বকাপের আয়োজন করেনি। তবে দক্ষিণ আমেরিকার এই দেশগুলো একসঙ্গে বিড করলেও স্পেন ও পর্তুগালের সঙ্গে তাদের প্রতিযোগিতায় নামতে হবে। অন্যদিকে সৌদি আরব এবং মরক্কোও বিড করতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম