|
ফলো করুন |
|
|---|---|
বঙ্গবন্ধু জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা চট্টগ্রাম নগরীর বন্দর স্টেডিয়াম ও পতেঙ্গা লিংক রোডে শুরু হচ্ছে আজ। উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার এক সংবাদ সম্মেলনে সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম চৌধুরী জানান, ১৮ জেলা ও ছয়টি সার্ভিস দলের ২৫০ জন সাইক্লিস্ট প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৯০ জন পুরুষ ও ৬০ জন নারী। ইভেন্ট মোট ২০টি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইক্লিং ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, সহসভাপতি কাজী মো. ইলিয়াস, সিজেকেএস সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
