|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচের মাত্র ৮০ সেকেন্ডেই গোল। লিওনেল মেসির ক্যারিয়ারের দ্রুততম গোল। বৃহস্পতিবার চীনের বেইজিং ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পান এঞ্জো ফের্নান্দেস। বক্সের বাইরে থাকা মেসিকে বল দেন। বল ধরে দুই প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন অধিনায়ক মেসি। ঘড়িতে তখন সময় দেখাচ্ছে ১ মিনিট ২০ সেকেন্ড।
মেসি গোল করতেই গোটা স্টেডিয়ামে উল্লাস শুরু হয়। সতীর্থরা জড়িয়ে ধরেন তাকে। ক্যারিয়ারে এই প্রথম এত কম সময়ে গোল করলেন তিনি। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে মোট ১০২৮টি ম্যাচে ৮০৭টি গোল করেছেন মেসি। অ্যাসিস্টের সংখ্যা ৩৩৮টি। সব মিলিয়ে ১১৪৫টি গোলের পেছনে অবদান রয়েছে মেসির। প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে দ্বিতীয় গোলটি করেন আরমান পেজেলা।
