|
ফলো করুন |
|
|---|---|
ওয়ানডেতে ১৮টি সেঞ্চুরি আগেই হয়ে গেছে তার। বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অন্য এক সেঞ্চুরি পূর্ণ করে আবারও ইতিহাসে জায়গা করে নিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই সংস্কারণে নিজের শততম ইনিংসে ব্যাট করতে নেমেই হাশিম আমলা, ভিভ রিচার্ডসদের ছাড়িয়ে নতুন একটি রেকর্ড গড়েন বাবর। ওয়ানডে ইতিহাসে ক্যারিয়ারের প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড এখন তার দখলে। এক বল বাকি থাকতে পাকিস্তানের এক উইকেটের রুদ্ধশ্বাস জয়ে বাবর করেন ৫৩ রান। শততম ইনিংস শেষে ওয়ানডেতে তার রান ৫৮.৪৩ গড়ে ৫,১৪২। সবচেয়ে বেশি ৪৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার রেকর্ডও পাকিস্তান অধিনায়কের।
প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রানের আগের রেকর্ড ছিল যার, সেই হাশিম আমলাকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন বাবর। আনুষ্ঠানিকভাবে রেকর্ডে নাম তোলার জন্য শুধু তার ১০০ ইনিংস খেলার অপেক্ষা ছিল। ১০০ ইনিংস শেষে প্রোটিয়া গ্রেট আমলার রান ছিল ৫৩.১৮ গড়ে ৪,৯৪৬।
আমলা ভেঙেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ভিভ রিচার্ডসের ৪,৬০৭ রানের রেকর্ড। ওয়ানডেতে প্রথম ১০০ ইনিংসে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া একমাত্র ব্যাটার তাই বাবরই। এ তালিকায় ভারতের বিরাট কোহলি আছেন নয় নম্বরে। প্রথম ১০০ ইনিংসে কোহলির রান ছিল ৪৯.৭৬ গড়ে ৪,২৩০।
ওয়ানডেতে প্রথম ১০০ ইনিংসে সর্বোচ্চ রান
খেলোয়াড় রান গড় সেঞ্চুরি ফিফটি
বাবর আজম পাকিস্তান ৫,১৪২ ৫৮.৪৩ ১৮ ২৭
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) ৪,৯৪৬ ৫৩.১৮ ১৭ ২৫
ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ৪,৬০৭ ৫৬.৮৭ ৮ ৩৪
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ৪,৪৩৬ ৫০.৪০ ১৪ ২১
জো রুট (ইংল্যান্ড) ৪,৪২৮ ৫০.৮৯ ১১ ২৭
