যমুনা ফিউচার পার্কে আন্তর্জাতিক বক্সিং
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ও সর্বাধুনিক শপিংমল যমুনা ফিউচার পার্কে আগামীকাল শনিবার আন্তর্জাতিক বক্সিং ইভেন্ট ‘এক্স-৩৬০ ফাইট নাইট-ব্যাক টু দ্য প্যাভিলিয়ন’-এর আসর বসবে। দেশের ক্রীড়াঙ্গনে পেশাদার বক্সিংয়ের বিকাশের লক্ষ্যে এই আয়োজন। বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শুরু হবে এই ইভেন্ট। এ এফ বক্সিং প্রমোশন আয়োজিত ইভেন্টটি পরিচালনা করবে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এই ইভেন্টে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বক্সাররা অংশগ্রহণ করবেন।
