Logo
Logo
×

খেলা

পেলের মৃত্যু দিবসে আনচেলোত্তির ‘না’

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফুটবলবিশ্বকে শূন্যতা ও হাহাকারে ভাসিয়ে ২০২২ সালের ২৯ ডিসেম্বর অন্যলোকে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে। শুক্রবার সর্বকালের সেরা ফুটবলারের প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্রাজিলজুড়ে ছিল শোকের আবহ। এমন শোকের দিনেই কি না মাথায় বাজ পড়ার মতো দুঃসংবাদ শুনতে হলো দেশটির ফুটবল সমর্থকদের। ব্রাজিল জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার কথা ছিল যার, সেই কার্লো আনচেলত্তি সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন রিয়াল মাদ্রিদেই। কাল এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে, ‘২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন কার্লো আনচেলত্তি।’

রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় ৬৪ বছর বয়সি ইতালিয়ান কোচের ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনা শেষ হয়ে গেল। আনুষ্ঠানিক চুক্তি না হলেও গত জুলাইয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছিল, ২০২৪ কোপা আমেরিকা থেকে নেইমারদের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। তার আগ পর্যন্ত কাজ চালাতে ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ দেয় ব্রাজিল। কিন্তু এ মাসের শুরুতে আদালতের নির্দেশে সিবিএফের সভাপতির পদ থেকে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার পর আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশ করে রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আনচেলত্তি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম