ফাইনালের আগে ‘ফাইনাল’
রংপুর ও কুমিল্লা কোয়ালিফায়ার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বড় ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে। এ দুদলের যে কোনো একটি ফাইনালে যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবার প্রথম কোয়ালিফারে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। একইদিনে এলিমিনেটর পর্বে লড়বে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই দুদলের মধ্যে যারা হারবে তারা বিদায় নেবে। জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বুধবার খেলবে প্রথম কোয়ালিফারে হারা দলের বিপক্ষে। ফাইনাল শুক্রবার। আজ কোনো ম্যাচ নেই।
ফাইনালে যাওয়ার লড়াইয়ের আগে গত ২০ ফেব্রুয়ারি রংপুর ও কুমিল্লার মধ্যে লিগপর্বের ম্যাচে আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছে কুমিল্লা। বিদেশি খেলোয়াড়দের শতভাগ পাচ্ছে কুমিল্লা। মাথায় বলের আঘাত পাওয়া মোস্তাফিজুর রহমানকে পাবে না তারা। রংপুরের বড় শক্তি সাকিব আল হাসান। শুরুতে চোখের সমস্যার কারণে রান পাচ্ছিলেন না তিনি। এখন ম্যাচের গতিপথ বদলে দিচ্ছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। প্রথম কোয়ালিফায়ার তাই ফাইনালের আগে ফাইনাল।
বরিশাল শেষ দল হিসাবে শেষ চার নিশ্চিত করেছে। তাদের দলেও একাধিক অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স যোগ দেওয়ায় বরিশালের খেলার পরিকল্পনা বদলে গেছে। লিগপর্বের শেষ ম্যাচে তারা কুমিল্লাকে হারিয়ে শেষ চারের টিকিট কাটে। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক তামিম ইকবাল।
বিপিএলের শুরু থেকে ভালো খেলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঝের সময়টা পথ হারালেও শেষদিকে প্লে-অফ নিশ্চিত করেছে। শুভাগত হোমের দলও ফাইনাল খেলতে আত্মবিশ্বাসী। তার আগে তাদের বরিশাল-বাধা পেরোতে হবে।
