|
ফলো করুন |
|
|---|---|
দুদিন পিছিয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। একটি গণমাধ্যমের খবর, ৯ মার্চ মাঠে গড়ানোর কথা থাকলেও এখন লিগ শুরু হবে আগামী ১১ মার্চ। মঙ্গলবার বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে। তবে হঠাৎ কেন প্রিমিয়ার লিগ দুদিন পেছানো হলো, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ-শ্রীলংকা টি ২০ সিরিজের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে ডিপিএল।
লিগ চ্যাম্পিয়ন আবাহনীর নয়জন ক্রিকেটার এখন জাতীয় দলের ক্যাম্পে। তাদের মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, রিশাদ হোসেন ও জাকের আলী। যেদিন ডিপিএল শুরু, তার দুদিন পর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে সিরিজ।
