Logo
Logo
×

খেলা

চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। বুধবার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪২ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে কদমতলা। কিন্তু আট নম্বরে নেমে ব্যাটিং তাণ্ডব চালায় সিফাত শাহরিয়ার (মোশারফ)। তার ১৪৮ রানের ইনিংসে ২৮৬ রানের বড় পুঁজি পায় কদমতলার স্কুল। জবাব দিতে নেমে ৯৯ রানের বেশি করতে পারেনি পিরোজপুরের বিদ্যালয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু, গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাওসার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম