|
ফলো করুন |
|
|---|---|
আল আরাফাহ ইসলামী ব্যাংক স্কোয়াশ টুর্নামেন্টের খেলা বুধবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগে মেশকাত জান্নাত মেঘনা চ্যাম্পিয়ন ও রানারআপ রেহনুমা জাবিন জুই। অনূর্ধ্ব-১৩ বিভাগে কালাচাঁদপুরের পুজা রানী পাসি চ্যাম্পিয়ন ও গোল্ডেন বেঙ্গল স্কুলের সাদিয়া আক্তার মায়া রানারআপ হয়। এছাড়া জুনিয়র বালক বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির সাইমুন ইসলাম ও রানারআপ হলো সেনাবাহিনীর সৈনিক কামরুল ইসলাম।
