ব্রাজিল ফুটবলের ‘ত্রাতা’ হতে চান রোনালদো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০০২ বিশ্বকাপ ফাইনাল। ৬০ মিনিট পেরিয়েছে, কিন্তু জার্মানির রক্ষণ ভাঙতে পারছে না ব্রাজিল। অবশেষে ৬৭ ও ৭৯ মিনিটে জোড়া গোল করে ব্রাজিলকে পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ ট্রফি এনে দেন রোনালদো। এই কিংবদন্তি ব্রাজিলিয়ান শুধু ওই ম্যাচই নয়, অসংখ্যবার হয়েছেন ব্রাজিলের ত্রাতা।
সেই রোনালদো আবারও হতে চান ব্রাজিল দলের রক্ষক। না, অবসর ভেঙে মাঠে ফিরছেন না তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হয়ে ব্রাজিল জাতীয় দলকে নতুন করে সাজাতে চান দ্য ফেনোমেনন।
২০২২ বিশ্বকাপের পর থেকে ধুঁকছে ব্রাজিল ফুটবল দল। একাধিক কোচ বদলেও ব্রাজিলের ভাগ্য ফেরেনি। কোপা আমেরিকায় ব্যর্থতার পর দরিভাল জুনিয়রের অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে খোঁড়াচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের বেহাল দশার জন্য দায়ী করা হয় ফেডারেশন সভাপতি এনদালদো রদ্রিগেজকে। ফেডারেশনের অন্তঃকোন্দলের জন্য কথা দিয়েও ব্রাজিলের কোচের দায়িত্ব নেননি কার্লো আনচেলত্তি। জনপ্রিয় সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো এবার হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি। নির্বাচনে জয় পেলে জনপ্রিয় স্প্যানিশ কোচ ও সাবেক ক্লাব সতীর্থ পেপ গার্দিওলার হাতে ব্রাজিলের দায়িত্ব দিতে চান রোনালদো।
