|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল খেলে অবিশ্বাস্য সম্পদ গড়ে তুলেছেন নেইমার। ৩২ বছর বয়সি ব্রাজিলীয় লিজেন্ড ২৭০ মিলিয়ন পাউন্ডের মালিক। বার্সেলোনার এই সাবেক ফরোয়ার্ড বর্তমানে সৌদি ক্লাব আল হিলালের খেলোয়াড়, যা খবর তাতে মনে হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে বাড়ি কেনাই তার শখ। সেই শখ পূরণে পানির মতো ডলার-পাউন্ড খরচ করতে কার্পণ্য করেন না তিনি। চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের বাড়ি-বিলাসের খবর শুনলে চমকে উঠবেন আপনি। লন্ডনে ট্যাবলয়েড পত্রিকা দ্য সান-এর খবর, সপ্তাহে নেইমারের বেতন ২৫ লাখ পাউন্ড। রিয়াদে বিশাল অট্টালিকায় থাকেন। মিয়ামি, দুবাই এবং ব্রাজিলের একটি দ্বীপেও তার প্রাসাদোপম বাড়ি রয়েছে। দুবাইয়ে ৪৩ মিলিয়ন পাউন্ডের পেন্টহাউজ রয়েছে নেইমারের। ব্রাজিলের জাপাও প্রাইভেট দ্বীপে ছয় একর জমিতে ৭০ লাখ পাউন্ড ব্যয়ে বাংলো নির্মাণ করেছেন তিনি। নেইমারের মিয়ামির বাড়ির দাম ২০ মিলিয়ন পাউন্ড। ফরাসি জায়ান্ট পিএসজিতে খেলার সময় ব্রাজিলীয় তারকা সমুদ্রঘেঁষা এই বাড়িটি কিনেছেন।
