এবার আইটিএফের কমিটি ভাঙা হলো

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরেকটি ক্রীড়া অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বৃহস্পতিবার পরিষদের সচিব মো. আমিনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়। তবে ভেঙে দিলেও নতুন অ্যাডহক কমিটি গঠন করেনি এনএসসি। নির্বাহী কমিটি কেন ভেঙে দেওয়া হয়েছে, তা না জানালেও কোন ধারাবলে (এনএসসি আইন ২০১৮ এর ২১) ভেঙে দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এ বিষয়ে ভেঙে দেওয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সোলায়মান সিকদার বলেন, ‘আমাদের কমিটি ২০২৩ সালে নির্বাচিত। মেয়াদ শেষ হবে ২০২৭ সালে। কেন ভেঙেছে বুঝলাম না। আর কমিটি ভেঙে আরেকটি কমিটি গঠন না করলে কর্মকাণ্ড পরিচালনা করবেন কারা? আমরা গত ৩ ফেব্রুয়ারি অ্যাসোসিয়েশনকে ফেডারেশনে উন্নীত করতে এনএসসির কাছে আবেদন করেছি। আজই (বৃহস্পতিবার) সেই বিষয়ে এনএসসির কাছ থেকে একটা নোট পেলাম। তারা কিছু নীতিমালা পূরণের কথা বলেছে। সেগুলো আমরা পূরণ করেছি। তারপরও কেন কমিটি ভেঙে দেওয়া হলো জানি না।’