Logo
Logo
×

খেলা

শাহবাজ ওমানে নেপালে সালমা

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ক্রীড়াবিদদের মতো বহির্বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করেন আম্পায়ার, রেফারিরাও। সেই ধারাবাহিকতায় ওমানে যাচ্ছেন হকির আম্পায়ার শাহবাজ আলী এবং নেপালে সালমা আক্তার, যিনি ফুটবলে এএফসি এলিট প্যানেলের রেফারি। এফআইএইচ নেশন কাপের দুই টুর্নামেন্টে আম্পায়ারিং করতে বৃহস্পতিবার ওমানে উড়াল দিয়েছেন শাহবাজ। শনিবার সালমা কাঠমান্ডু যাবেন চার জাতির নারী ফুটবল টুর্নামেন্টের রেফারিং করার জন্য।

বাংলাদেশের দুই আন্তর্জাতিক হকি আম্পায়ার সেলিম লাকী ও শাহবাজ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করতে বিদেশে গেছেন বেশ কয়েকবার। সেলিম লাকী বিশ্ব হকি ফেডারেশনের এলিট আম্পায়ার। লাকীর উত্তরসূরি শাহবাজও সেই পথে হাঁটছেন। তিনি বলেন, ‘বহুজাতিক এই টুর্নামেন্টে এশিয়ার মাত্র চারজন আম্পায়ার সুযোগ পেয়েছেন। ওমানে ভালো করলে এলিট প্যানেলে প্রবেশের সুযোগ হতে পারে আমার জন্য।’

সাফে বাংলাদেশের কাছে হেরে শিরোপা খোয়ানো নেপাল ১৭-২৬ ফেব্রুয়ারি লেবানন, কিরগিজস্তান ও মিয়ানমারকে নিয়ে চার জাতির টুর্নামেন্টের আয়োজন করছে। এই টুর্নামেন্টের জন্য নেপাল বাংলাদেশ থেকে রেফারি চেয়েছিল। এএফসির এলিট প্যানেলে থাকা সালমা নেপালে চার জাতির টুর্নামেন্টে সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম